দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেবেন বলে জানিয়েছে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
ইতিপূর্বে জুলাই মাসে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইঙ্গিত দিয়েছিলেন, যদি ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি না হয়, তবে সেপ্টেম্বরে যুক্তরাজ্য তাদের অবস্থান পরিবর্তন করবে। তিনি দুই রাষ্ট্রভিত্তিক স্থায়ী শান্তিচুক্তির প্রতিশ্রুতিও দিয়েছিলেন। ফলে এই ঘোষণা ব্রিটিশ পররাষ্ট্রনীতিতে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
তবে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলি সরকার, জিম্মিদের পরিবার ও কিছু কনজারভেটিভ নেতা।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই বলেছিলেন, এমন সিদ্ধান্ত “সন্ত্রাসকে পুরস্কৃত” করবে।
অন্যদিকে যুক্তরাজ্যের মন্ত্রীরা বলছেন, দীর্ঘমেয়াদি শান্তির আশা টিকিয়ে রাখতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নৈতিক দায়িত্ব।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।