সময়ের প্রয়োজনে মুক্তিযুদ্ধ করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে। সুখী, সমৃদ্ধ, সম্প্রীতি ও শান্তিপূর্ণ বাংলাদেশ আমাদের চাওয়া। আমাদের চাওয়া, ইতিবাচক লক্ষ্যের বাংলাদেশ। এ জন্য প্রয়োজন ইতিবাচক রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি এবং সংস্কৃতি। এগুলোকে সম্ভব করে তোলার জন্য সমাজে তথ্য, চিন্তা, মতামত ও পর্যালোচনার অবাধ সুযোগ ও স্বাধীনতার ক্ষেত্র তৈরি করা দরকার।
প্রয়োজন ইতিবাচক লক্ষ্যের সংবাদ মাধ্যম, গণমাধ্যম। সময়ের এই প্রয়োজনে সুচিন্ত মননের লক্ষ্য নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিশ্রুতিশীল এই স্লোগানে আমাদের প্রকাশনার যাত্রা শুরু হল। পাঠকদের দাবি আর চাহিদা পূরণে আপনাদের সার্বিক সহযোগিতায় ‘রূপান্তর প্রতিদিন’ কে বৈচিত্র্য, সৃজনশীলতা, তারুণ্য, মেধা ও মননের সমন্বয়ে সাজানোর সুপরিকল্পনার প্রচেষ্টা রয়েছে। আশা করছি বৈচিত্র্য, সৃজনশীলতা, তারুণ্য, মেধা ও মননের সমন্বয়ে সাজানো হবে প্রতিটি সংখ্যা। এ যাত্রায় আমাদের প্রচেষ্টাকে সার্থক ও গতিশীল করতে পাশে থেকে, সাথে থেকে যারা ঐকান্তিক সহযোগিতা করেছেন সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আশা করি আপনাদের ঐকান্তিক সহযোগিতা থেকে বঞ্চিত হবো না।
-সম্পাদক