মালয়েশিয়ায় বাবার মৃত্যুর পর এবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

আগের সংবাদ

মণিরামপুরে কৃতি শিক্ষার্থীদের আলোছায়া'র সংবর্ধনা প্রদান

পরের সংবাদ

নিলাইতে বিশেষ অভিযান

মিয়ানমারে অবৈধ বিনোদনকেন্দ্র ধ্বংস, ২১ নারী আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫ , ৮:১৭ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৫ , ৮:১৭ অপরাহ্ণ

নিলাই – মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (JIM) শনিবার রাতের বিশেষ অভিযানে নিলাই এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সেটিকে সিলগালা করেছে। ওই কেন্দ্রটি মূলত মিয়ানমারের নাগরিকদের জন্য বিনোদনকেন্দ্র হিসেবে পরিচালিত হচ্ছিল।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শা‘বান জানান, গত তিন মাস ধরে পরিচালিত এই বিনোদনকেন্দ্রে শুধুমাত্র মিয়ানমারের নাগরিকদের প্রবেশের অনুমতি ছিল। প্রবেশের জন্য গ্রাহকদের বাধ্যতামূলকভাবে মদ্যপ পানীয় অর্ডার করতে হতো এবং পরবর্তীতে মিয়ানমারের নারী সেবিকা ভাড়া দেওয়া হতো, যার জন্য প্রতিজনের ক্ষেত্রে ১৫০ থেকে ২০০ রিঙ্গিত পর্যন্ত অর্থ গ্রহণ করা হতো।

অভিযানে এক নারীকে ‘প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক’ হিসেবে সন্দেহে আটক করা হয়েছে। এছাড়া ২০ জন নারীকে ‘সেবিকা’ হিসেবে কাজ করার অভিযোগে আটক করা হয়েছে। মোট আটক হওয়া ২১ জন নারীর বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে।

তাদের মধ্যে একজনকে অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৫৬(১)(ডি) ও ৬(৩) অনুযায়ী, ১২ জনকে ধারা ৬(৩) অনুযায়ী এবং আরও আটজনকে ধারা ১৫(৪) অনুযায়ী অপরাধের অভিযোগে আটক করা হয়েছে। সব আটককৃতকে পুত্রজায়া ইমিগ্রেশন দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।

এছাড়াও পাঁচজন মিয়ানমার পুরুষ ও একজন নারীকে তদন্তে সহযোগিতার জন্য হাজিরার নোটিস দেওয়া হয়েছে।

জাকারিয়া শা‘বান জানান, ইমিগ্রেশন বিভাগ অবৈধ বিদেশিদের অনুপ্রবেশ ও অবস্থান রোধে আইন প্রয়োগ অব্যাহত রাখবে। এটি মালয়েশিয়া মাদানি ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে জনগণের কল্যাণ ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়