সিলেটে পাথর লুট ঠেকাতে বড় অভিযান, ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার

আগের সংবাদ

মহেশপুর সীমান্তে ১৭ জন নারী-পুরুষ আটক

পরের সংবাদ

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা আসছে

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫ , ৭:৩১ অপরাহ্ণ আপডেট: আগস্ট ১৪, ২০২৫ , ৭:৩১ অপরাহ্ণ

কুয়ালালামপুর, ১৩ আগস্ট ২০২৫: মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা চালুর সম্ভাবনা রয়েছে, যা তাদেরকে দেশটির ক্রমবর্ধমান অর্থনীতিতে উচ্চ দক্ষতাসম্পন্ন চাকরির সুযোগ দেবে।

কুয়ালালামপুরের ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ায় মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী জাম্ব্রি আবদুল কাদিরের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।

“মন্ত্রী সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। নীতিগতভাবে তিনি মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট পাস ভিসা দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন। তবে নীতি কার্যকর হওয়ার আগে উভয় পক্ষকে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে,” বলেন আইন, বিচার ও প্রবাসী নিয়োগ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৈঠকে উপদেষ্টা আসিফ নজরুল ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন। বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। অন্যান্য দেশের শিক্ষার্থীরা মালয়েশিয়ার শ্রমবাজারে কাজের সুযোগ পেলেও এতদিন বাংলাদেশিদের জন্য এ সুযোগ ছিল না।

এর আগে বুধবার কুয়ালালামপুরের একটি হোটেলে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদ্লিনা বিনতি সিদেকের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনুস। বৈঠকে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় ও কলেজে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি বাড়ানোসহ শিক্ষা সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।

অধ্যাপক ইউনুস শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। ঢাকা মালয়েশিয়ার কর্তৃপক্ষ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের ডিগ্রি স্বীকৃতির জন্যও অনুরোধ জানায়।

মালয়েশিয়ার মন্ত্রী অধ্যাপক ইউনুসের দীর্ঘমেয়াদি ‘থ্রি জিরো’ কর্মসূচির প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন, যার লক্ষ্য দারিদ্র্য ও বেকারত্ব নির্মূল এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা।

“আপনি যদি দারিদ্র্যহীন পৃথিবী কল্পনা না করেন, তা কখনো বাস্তবায়িত হবে না,” বলেন অধ্যাপক ইউনুস। তিনি বিশ্বনেতাদের প্রতি আত্মঘাতী নয় এমন একটি সভ্যতা গড়তে আহ্বান জানান।

অধ্যাপক ইউনুস মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান, যাতে শিক্ষা সম্পর্ক আরও দৃঢ় করা যায়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা ফৌজুল কাবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়