সাংবাদিক সুরক্ষা আইন খসড়া চূড়ান্ত, সহিংসতা ও হয়রানিতে কঠোর শাস্তির প্রস্তাব

আগের সংবাদ

আরাকান আর্মি নাফনদী থেকে ৫ জেলেকে ধরে নিয়ে গেলো

পরের সংবাদ

মালয়েশিয়ার ইউকেএম থেকে সম্মানসূচক ডক্টরেট পেলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫ , ১১:৩০ পূর্বাহ্ণ আপডেট: আগস্ট ১৩, ২০২৫ , ১১:৩০ পূর্বাহ্ণ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম)।

বুধবার কুয়ালালামপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে চ্যান্সেলরের হাত থেকে এই ডিগ্রি গ্রহণ করেন তিনি। সামাজিক ব্যবসা ধারণা প্রচার ও বিস্তারে তার অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অধ্যাপক ইউনূস। সকালেই তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছালে চ্যান্সেলর তাকে লাল গালিচা সংবর্ধনা জানান।

অনুষ্ঠানে মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, নীতি-নির্ধারক, শিক্ষক-শিক্ষার্থীসহ বাংলাদেশ থেকে আগত তার সফরসঙ্গীরা অংশ নেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়