ইরানের পার্লামেন্ট আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)–র সঙ্গে সহযোগিতা স্থগিতের একটি পরিকল্পনা অনুমোদন করেছে। দেশটির নূর নিউজ জানিয়েছে, জাতিসংঘের এই পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে ভবিষ্যতে যেকোনো ধরনের কার্যক্রম চালাতে হলে এখন থেকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন লাগবে।
পরিকল্পনা অনুযায়ী, কেবল নিরাপত্তা নিশ্চয়তা মিললে এবং নির্দিষ্ট অনুমোদনের ভিত্তিতেই আইএইএ পরিদর্শকদের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
এই পদক্ষেপ নেওয়া হয়েছে ইরান-ইসরায়েল ১২ দিনের সামরিক উত্তেজনার পর যুদ্ধবিরতি কার্যকরের সময়। এর আগে, যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।