পাঁচ দেশে নতুন মিশন স্থাপন করবে বাংলাদেশ

পাঁচ দেশে নতুন মিশন স্থাপন করবে বাংলাদেশ, লক্ষ্য প্রবাসী উন্নয়ন: উপদেষ্টা আসিফ

আগের সংবাদ
সরকার গঠন করবে জামায়াত

সর্বনিম্ন ১৫১ আসন নিয়ে সরকার গঠন করবে জামায়াত; মাও আবুল কালাম আজাদ

পরের সংবাদ

তেহরান থেকে সরাসরি হামলা, ইসরাইলে আতঙ্ক ছড়িয়ে পড়ছে

প্রকাশিত: জুন ১৭, ২০২৫ , ৯:০৫ অপরাহ্ণ আপডেট: জুন ১৭, ২০২৫ , ৯:১৫ অপরাহ্ণ
তেহরান থেকে সরাসরি হামলা

ইরান থেকে ইসরাইলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। তারা জানিয়েছে, এই ‘হুমকি’ প্রতিহত করতে ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে। খবর আল জাজিরার।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, “সতর্কতা পাওয়ার পর সবাইকে সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে।”

তবে হামলার পরপরই ইসরাইল দাবি করেছে, ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে। যদিও কোনো ক্ষেপণাস্ত্র ইসরাইলের ভূখণ্ডে আঘাত হেনেছে কি না, তা এখনো নিশ্চিত করে জানানো হয়নি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা¤প ‘তেহরান খালি করার’ হুঁশিয়ারি দেওয়ার পর ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বিবিসির বরাত দিয়ে জানা গেছে, ইসরাইলের ছোড়া গোলা ইরানের আন্দারযগৌ এলাকায় আঘাত হেনেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, অন্তত দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, মঙ্গলবার (১৭ জুন) প্রথমবারের মতো তারা এমন একধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা ইসরাইল প্রতিহত করতে পারেনি। তিনি বলেন, “অত্যন্ত উচ্চ প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্র এখন পর্যন্ত বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশেরই রয়েছে।”

ইসরাইলি কর্মকর্তাদের দাবি অনুযায়ী, মঙ্গলবার ভোরে ইরানের সর্বশেষ হামলায় প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়