গুম ইস্যুতে সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি

গুম ইস্যুতে সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি দলের আলোচনা

আগের সংবাদ
মুকুলের মৃত্যুর পেছনে ছিল

মুকুলের মৃত্যুর পেছনে ছিল শারীরিক অবহেলা, জানালেন রাহুল দেব

পরের সংবাদ

ইসরাইলি ড্রোন ধ্বংসের দাবি করলো তেহরান

প্রকাশিত: জুন ১৭, ২০২৫ , ২:২৮ অপরাহ্ণ আপডেট: জুন ১৭, ২০২৫ , ২:২৮ অপরাহ্ণ
ইসরাইলি ড্রোন ধ্বংসের দাবি

ইরানের দাবি, তাদের নাতানজ পারমাণবিক স্থাপনার কাছে একটি ইসরাইলি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। ফার্সের বরাত দিয়ে জানানো হয়, মধ্য ইরানের ইসফাহান প্রদেশের ডেপুটি গভর্নর জানিয়েছেন—নাতানজ পারমাণবিক স্থাপনার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকরী সীমার মধ্যে ড্রোনটি গুলি করে নামানো হয়।
ঘটনার পর টেলিগ্রামে প্রকাশিত এক পোস্টে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ এবং ভাঙা যন্ত্রাংশের ছবি প্রকাশ করা হয়।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (ওঅঊঅ) মতে, নাতানজ ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র, যেখানে ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করা হচ্ছে। উল্লেখ্য, অস্ত্র-গ্রেড ইউরেনিয়াম সমৃদ্ধ করতে হয় ৯০ শতাংশ পর্যন্ত।
প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক হামলায় ইসরাইল এই পারমাণবিক কেন্দ্রটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বলে ধারণা করা হচ্ছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, হামলায় নাতানজের প্রধান বিদ্যুৎ সরবরাহ ভবন এবং জরুরি ব্যাক-আপ জেনারেটর মারাÍকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়