ইরান-বাংলাদেশের মধ্যে কোন পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি। সোমবার (১৪ এপ্রিল) সকালে পহেলা বৈশাখ উপলক্ষ্যে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ইরানের রাষ্ট্রদূত আরো বলেন, ইরান ও বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা অটুট থাকবে। আমি বাংলাদেশে এসে যে আতিথেয়তা পেয়েছি তা আমার খুবই ভালো লেগেছে।
আমি এখানে আমার দেশের মতোই অনুভব করেছি।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।