মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে হঠাৎ রুদ্ধদ্বার বৈঠকে ওবায়দুল কাদের

আগের সংবাদ

রাশিয়ার ও ইরান ডলারের বদলে চুক্তি নিজস্ব মুদ্রা ব্যবহার

পরের সংবাদ

রুশ ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের শহরগুলো নিহত ২০

প্রকাশিত: জুলাই ৮, ২০২৪ , ৬:৩৬ অপরাহ্ণ আপডেট: জুলাই ৮, ২০২৪ , ৬:৩৬ অপরাহ্ণ

রুশ বাহিনী ইউক্রেনের বিভিন্ন স্থানে ভয়াবহ হামলা চালিয়েছে। শহরে ব্যাপক রুশ ক্ষেপণাস্ত্র হামলার কারণে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্মকর্তারা।
পোল্যান্ডে সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে রাশিয়া ইউক্রেনের প্রায় ৪০ মাইল লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
তিনি আরও জানান, “ইউক্রেনের বিভিন্ন শহর, কিয়েভ, দিনিপ্রো, ক্রাইভ রিহ, স্লোভিয়ানস্ক শহরগুলোতে বিভিন্ন ধরণের ৪০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে রুশ বাহিনী। আবাসিক ভবন, অবকাঠামো এবং একটি শিশু হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা কিয়েভের ওখমাদিত শিশু হাসপাতালে আঘাত হেনেছে। হাসপাতালটি দেশের সবচেয়ে বড় শিশুদের চিকিৎসা কেন্দ্র। ক্ষেপণাস্ত্র হামলায় হাসপাতালটির ক্ষতি হয়েছে এবং সেখান থেকে শিশুদের সরিয়ে নেওয়া হচ্ছে।

এছাড়া রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে শহরটির মেয়র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ছবি ও ভিডিওতে রাজধানী কিয়েভ জুড়ে ক্ষেপণাস্ত্র হামলার ধোঁয়া দেখা যায়। এছাড়া ভিডিওতে ওখমাদিত শিশু হাসপাতালের ভিতরে এবং বাইরে ধ্বংসযজ্ঞ দেখা যায়। তবে হাসপাতালের ভেতরে কেউ আহত হয়েছে কিনা তা জানা যায়নি।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো ইউক্রেনে রাশিয়ার সর্বশেষ হামলাকে গত দুই বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলার মধ্যে একটি বলে অভিহিত করেছেন।
ক্রাইভ রিহ এর সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার ভিলকুল টেলিগ্রামে জানিয়েছেন যে, এই শহরে হামলার পরে কমপক্ষে ১০ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জন গুরুতর আহত হয়েছেন বলে জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়