নুরুল হক নুরের শর্টটাইম মেমোরি লস হচ্ছে: রাশেদ খান

আগের সংবাদ

নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাসহ দোয়া মাহফিল

পরের সংবাদ

লন্ডনে বিবিসির সাবেক হেডকোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫ , ৭:৩১ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৫ , ৭:৩১ অপরাহ্ণ

লন্ডনের পশ্চিমাঞ্চলীয় হোয়াইট সিটিতে অবস্থিত বিবিসির সাবেক সদর দপ্তর হেলিওস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে নয়তলা ভবনের ওপরের অংশে আগুন ছড়িয়ে পড়ে। বর্তমানে ভবনটি ফ্ল্যাট, রেস্তোরাঁ, হোটেল ও জিমনেসিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে।

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ১৫টি ফায়ার ইঞ্জিন ও প্রায় ১০০ দমকলকর্মী কাজ করছে। হ্যামারস্মিথ, নর্থ কেনসিংটন, কেনসিংটন ও চিসউইক স্টেশন থেকে বিশেষায়িত দমকল দল ঘটনাস্থলে পৌঁছেছে। আগুনের তীব্রতা মোকাবিলায় দুটি ৩২ মিটার উচ্চতার টার্নটেবল ল্যাডার ব্যবহার করে ভবনের উপরের অংশে পানি ছিটানো হচ্ছে।

দমকল কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, আগুন মূলত ভবনের উপরের তলায় ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকটি ফ্ল্যাট, একটি রেস্তোরাঁ, বহিরাগত ডেকিং ও ডাক্টিং ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতির পূর্ণ চিত্র এখনো জানা যায়নি।

প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আশপাশের ভবনগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য একটি রেস্ট সেন্টার খোলা হয়েছে।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, ইনসিডেন্ট রেসপন্স অফিসার এবং হ্যাজার্ডাস এরিয়া রেসপন্স টিম কাজ করছে। এ পর্যন্ত একজন ব্যক্তি ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এদিকে, মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পরিস্থিতি স্বাভাবিক করতে দমকলকর্মীদের আরও কয়েক ঘণ্টা কাজ করতে হবে। এ সময় আশপাশের একাধিক সড়ক বন্ধ রাখা হয়েছে। জরুরি সেবাদানকারীরা সারাদিন ঘটনাস্থলে অবস্থান করবেন বলে ধারণা করা হচ্ছে।

হেলিওস ভবনের ওয়েবসাইট অনুযায়ী, এখানে ১৬২টি ফ্ল্যাট, একটি জিম ও ৪৭ শয্যার একটি হোটেল রয়েছে। এটি বিবিসির টেলিভিশন সেন্টারের অংশ ছিল, যা ২০১৩ সাল পর্যন্ত বিবিসির প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়