শ্যামনগরের ভেটখালী বাজারে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র- গুলি উদ্ধার। আটক-৩

আগের সংবাদ

মণিরামপুরে ধাওয়া দিয়ে চোরাই কাজে ব্যবহৃত পিকআপ জব্দসহ গরু উদ্ধার

পরের সংবাদ

বাংলাদেশি শ্রমিক হত্যায় মালয়েশীয় যুবকের ফাঁসি

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫ , ৭:৫৩ অপরাহ্ণ আপডেট: আগস্ট ৯, ২০২৫ , ৮:৩০ অপরাহ্ণ

ইপোহ উচ্চ আদালত সাত বছর আগে এক বাংলাদেশি শ্রমিককে হত্যার দায়ে এক মালয়েশীয় যুবককে ফাঁসির দণ্ড দিয়েছে। নিহত মো. ওভাইদুল (৩২)-এর মরদেহ কিন্তা নদীতে পাওয়া যায়, যার এক পা মোটরসাইকেলের সঙ্গে বাঁধা ছিল।

দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আমির আমজার মোহাম্মদ আসপার (২৮) ২০১৮ সালের ১৫ ডিসেম্বর পেরাক তেঙ্গাহ জেলার সুনগাই গালাহ এলাকায় এই হত্যাকাণ্ড ঘটান। আদালত রায়ে ঘটনাটিকে “অত্যন্ত নৃশংস” বলে উল্লেখ করেছে এবং মৃত্যুদণ্ডই ন্যায়সংগত বলে মন্তব্য করেছে।

ভিকটিমের ভাই মো. হোসেন খান জানান, চার বছর ধরে ভাইটি আসামির বাবার অধীনে কাজ করছিলেন এবং ছিলেন পরিবারের মূল উপার্জনকারী। বিয়ের জন্য এক মাস পর দেশে ফেরার পরিকল্পনা করলেও সেই স্বপ্ন শেষ হয়ে যায় হত্যার মধ্য দিয়ে।

মামলায় রাষ্ট্রপক্ষের ২৪ জন ও আসামির পক্ষে ১ জন সাক্ষ্য দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন উপ-অভিযোগকারী গীথা জোরা সিং এবং আসামির আইনজীবী ভি. সানথিরান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়