মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (KLIA1) আন্তর্জাতিক আগমন টার্মিনালে ২৬ জন বাংলাদেশির পরিকল্পিত অনুপ্রবেশ চেষ্টা ব্যর্থ করে দিয়েছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (AKPS)। মঙ্গলবার ভোরে ঢাকা থেকে দুটি আলাদা ফ্লাইটে তারা মালয়েশিয়ায় পৌঁছান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগেই সতর্ক অবস্থানে থাকা এজেন্সির সদস্যরা বিমান থেকে নামার পরপরই সন্দেহভাজনদের আটক করে KLIA1-এর অপারেশন অফিসে নিয়ে যান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা মালয়েশিয়ায় প্রবেশের জন্য কোনো বৈধ কাগজপত্র বা গ্রহণযোগ্য কারণ দেখাতে পারেননি। বরং তাদের আচরণ ও জবাব সন্দেহজনক হওয়ায় ধারণা করা হচ্ছে, তারা কোনো নির্দিষ্ট মহলের সহায়তায় পরিকল্পিতভাবে অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টা করছিলেন।
AKPS জানিয়েছে, এই অভিযান সফলভাবে পরিচালনা সম্ভব হয়েছে বিমানবন্দরের গোয়েন্দা শাখা এবং মনিটরিং ইউনিটের ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে। সংস্থাটি আরও জানায়, আটককৃতদের পরবর্তী ফ্লাইটে নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ ধরনের কঠোর নজরদারি ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। KLIA1-এর মতো গুরুত্বপূর্ণ প্রবেশপথে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানায় কর্তৃপক্ষ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।