একই দিনে রাজধানীতে ৩ টি সমাবেশ

আগের সংবাদ

সেলাঙ্গরে দাউদাউ দাবানল, বনভূমি ছাই—রাতভর দমকলের সংগ্রাম

পরের সংবাদ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি পেল মদিনা

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫ , ১:১৭ অপরাহ্ণ আপডেট: আগস্ট ৩, ২০২৫ , ১:১৭ অপরাহ্ণ

সৌদি আরবের পবিত্র নগরী মদিনা এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) পক্ষ থেকে ‘স্বাস্থ্যকর শহর’-এর মর্যাদা অর্জন করেছে। মুসলিম বিশ্বের দ্বিতীয় পবিত্রতম শহর হিসেবে খ্যাত মসজিদে নববীকে ঘিরে গঠিত এই নগরী ৮০টি আন্তর্জাতিক মানদণ্ডে উত্তীর্ণ হয়ে এই সম্মান অর্জন করে।

সৌদি প্রেস এজেন্সির বরাতে জানা যায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেলের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এই সনদ গ্রহণ করেন মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান।

গভর্নর সালমান এই অর্জনকে সৌদি আরবের ভিশন ২০৩০-এর অংশ হিসেবে বর্ণনা করে বলেন, মদিনার স্বাস্থ্যবান নগরীর স্বীকৃতি, নাগরিকদের জীবনমান উন্নয়নে নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

এতে আরও জানানো হয়, স্বাস্থ্যকর শহরের স্বীকৃতি পেতে হলে ডব্লিউএইচও নির্ধারিত ৮০টি মানদণ্ড পূরণ করতে হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো—সবুজ এলাকা, হাঁটার উপযোগী পরিবেশ, স্বাস্থ্যসেবামূলক প্রাথমিক কেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির কার্যক্রম।

জানা গেছে, জেদ্দার পর মদিনা এখন মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম স্বাস্থ্যসম্মত শহর হিসেবে নিজের অবস্থান পোক্ত করেছে।

সৌদি আরবের আরও ১৪টি শহর একইভাবে WHO-এর ‘স্বাস্থ্যকর শহর’ তালিকায় জায়গা করে নিয়েছে। এর মধ্যে রয়েছে তায়েফ, তাবুক, আদ-দিরিয়া, উনাইজা, জালাজেল, আল-মান্দাক, আল-জুমুম, রিয়াদ আল-খুবরা এবং শরুরাহ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়