৬ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, বৃষ্টি চলতে পারে আরও অন্তত ৪ দিন

আগের সংবাদ

নতুন সংকট ভুয়া সমন্বয়ক

পরের সংবাদ

কনস্ট্রাকশন ও ট্যুরিজম খাতে নিয়োগের সিদ্ধান্ত

মালয়েশিয়ায় কাজের সুযোগ পেলেন কলিং ভিসায় যেতে না পারা কর্মীরা

প্রকাশিত: আগস্ট ১, ২০২৫ , ২:১৩ অপরাহ্ণ আপডেট: আগস্ট ১, ২০২৫ , ২:২৬ অপরাহ্ণ

গত বছরের (২০২৪ সালের) ৩১ মে পর্যন্ত সময়ের মধ‍্যে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের জন্য বোয়েসেলের মাধ্যমে দেশটিতে কর্মসংস্থানের অনুমোদন মিলেছে। কনস্ট্রাকশন ও ট্যুরিজম খাতে এসব কর্মীকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার।

শুক্রবার (১ আগস্ট) মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, কনস্ট্রাকশন ও ট্যুরিজম খাতে এসব কর্মীকে আনার লক্ষ্যে চাহিদাপত্র সত্যায়নের জন্য সংযুক্ত চেকলিস্ট অনুযায়ী সব তথ্যাদি ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের (এফডব্লিউসিএমএস) অনলাইন পোর্টালে দাখিল করতে হবে। এরপর দাখিল করা সব তথ্যাদির মূল কপি এবং এক সেট ফটোকপি বাংলাদেশ হাইকমিশনে জমা দিতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়