অভিযান: ১৪১ জন ফিলিপিনো ও ইন্দোনেশিয়ান আটক

আগের সংবাদ

হরিঢালীতে অসচ্ছল রোগীদের সেবা দিয়ে যাবে জেড আর এফ, আমিরুল কাগজী

পরের সংবাদ

লোজিংয়ে ইমিগ্রেশনের অভিযান: ২৫ অবৈধ অভিবাসী আটক

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫ , ৭:৩৬ অপরাহ্ণ আপডেট: জুলাই ২৯, ২০২৫ , ৭:৩৬ অপরাহ্ণ

মালয়েশিয়ার কেলান্তানের লোজিং এলাকার পাহাড়ি অঞ্চলে ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযানে ২৫ জন অবৈধ অভিবাসী আটক হয়েছে। সোমবার বিকেলে শুরু হওয়া এই অভিযান চলে সন্ধ্যা পর্যন্ত, যেখানে “অপস সাপু” নামের এ অভিযান পরিচালনা করে জেআইএম কেলান্তানের একটি টিম।

কেলান্তান ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহামেদ ইউসুফ খান মোহাম্মদ হাসান জানিয়েছেন, অভিযান চলাকালে মোট ৩৬ জন বিদেশির কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ২৫ জনের বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে রয়েছেন মিয়ানমারের ১৪ জন পুরুষ ও ৬ জন নারী, ৪ জন বাংলাদেশি পুরুষ এবং ১ জন নেপালি নাগরিক। এদের সবাইকে তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি) ও ১৫(১)(সি)-এর আওতায় তদন্ত শুরু হয়েছে।

এই অভিযানে অংশ নেয় কেলান্তান ইমিগ্রেশন বিভাগের ২৮ সদস্যের একটি বিশেষ দল। অভিযানকালে তারা পাহাড়ি এলাকায় ছদ্মবেশে লুকিয়ে থাকা অবৈধ অভিবাসীদের খুঁজে বের করেন।

পরিচালক ইউসুফ খান বলেন, “অবৈধ অভিবাসন রোধে আমাদের এই ধরনের অভিযান চলবে নিয়মিতভাবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি অবৈধ অভিবাসীদের আশ্রয় দেয় বা সাহায্য করে, তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও আহ্বান জানান, জনগণ যেন এ ধরনের অবৈধ কার্যকলাপ সম্পর্কে তথ্য পেলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়