আশাশুনির প্রধান সড়ক এখন মরণ ফাঁদ দেখার কেউ নেই

আগের সংবাদ

লোজিংয়ে ইমিগ্রেশনের অভিযান: ২৫ অবৈধ অভিবাসী আটক

পরের সংবাদ

অভিযান: ১৪১ জন ফিলিপিনো ও ইন্দোনেশিয়ান আটক

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫ , ৭:০৮ অপরাহ্ণ আপডেট: জুলাই ২৯, ২০২৫ , ৭:০৮ অপরাহ্ণ

মালয়েশিয়ার সাবাহ রাজ্যের কেনিংগাউ এলাকায় রাতভর অভিযান চালিয়ে ১৪১ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এদের মধ্যে ফিলিপিনো ও ইন্দোনেশিয়ান পুরুষ, নারী এবং শিশুরা রয়েছেন।

সাবাহ ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক এস.এইচ. সিত্তি সালেহা হাবিব ইউসুফ এক বিবৃতিতে জানান, আটককৃতদের মধ্যে ১০ জন ফিলিপিনো পুরুষ, ৩৮ জন নারী, ৩৮ জন ছেলে শিশু এবং ৩১ জন মেয়ে শিশু রয়েছেন। তারা দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে বসবাস করে আসছিলেন বলে ধারণা করা হচ্ছে।

অভিযানটি শুরু হয় মধ্যরাত ১২টা ৩০ মিনিটে এবং চলে ভোর ৪টা পর্যন্ত। এতে অংশ নেয় মোট ৮৪ জন ইমিগ্রেশন কর্মকর্তা, যারা কেনিংগাউ, টেনম, রানাউ, সিপিতাং ও কোটা কিনাবালু অফিস থেকে আসেন। পাশাপাশি মালয়েশিয়া স্বেচ্ছাসেবক বাহিনী (RELA)-এর সদস্যরাও এই অভিযানে সহযোগিতা করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃতদের কাগজপত্র যাচাইয়ের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। মালয়েশিয়ার সরকার অভ্যন্তরীণ নিরাপত্তা এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতির অধীনে নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করছে।

এই ধরনের অভিযান সাধারণত উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় পরিচালিত হয়, যেখানে সন্দেহভাজন অবৈধ অভিবাসীরা বসবাস করে থাকে। কর্তৃপক্ষের দাবি, দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং বৈধ অভিবাসী ব্যবস্থাকে সুরক্ষা দিতেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়