ফ্যাসিবাদবিরোধী নিরন্তর সংগ্রামে জামায়াত কর্মীরা প্রাণ দিয়েছেন: আলী রীয়াজ

আগের সংবাদ

ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪০৬

পরের সংবাদ

ট্রাম্পের বক্তব্যে হতাশ ভারত, উচ্ছ্বসিত পাকিস্তান

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫ , ৫:৪২ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ২৬, ২০২৫ , ৫:৪২ অপরাহ্ণ

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দেশ দুটির মধ্যে সবসময়ই উত্তেজনা ছিল এবং তারা কোনো না কোনোভাবে নিজেদের মধ্যে এর সমাধান করবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি ভারতের খুব কাছের এবং আমি পাকিস্তানেরও খুব কাছের। কাশ্মীরে তাদের লড়াই এক হাজার বছর ধরে চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যে ভারতীয় চরমভাবে হতাশ ও অপমানিত বোধ করছেন। কারণ ডোনাল্ড ট্রাম্প নাকি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মোদীর বন্ধু।

অন্যদিকে ট্রাম্পের নিরপেক্ষ অবস্থানকে স্বাগত জানিয়ে পাকিস্তানীরা।
তিনি আরও বলেন, কাশ্মীর ইস্যু এক হাজার বছর ধরে চলছে, সম্ভবত তারও বেশি। সাম্প্রতিক ঘটনাকে তিনি খারাপ বলেও উল্লেখ করেন।

এর আগে ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তার মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

জাতিসংঘের মহাসচিব দেশ দুটির মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে এ বিষয়ে উদ্বেগও প্রকাশ করেছেন।

মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, জম্মু ও কাশ্মীরে সংগঠিত হামলার নিন্দায় আমরা অত্যন্ত স্পষ্ট ছিলাম। ওই হামলায় ২৬ জন প্রাণ হারিয়েছেন।

এরই মধ্যে দেশ দুটি একে অপরের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। থেমে নেই কথার লড়াইও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার এসব বিষয়ে স্পষ্টভাবে বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও।

শনিবার (২৬ এপ্রিল) শাহবাজ বলেন, পাকিস্তান শান্তির পক্ষে, কিন্তু এমন ইচ্ছাকে দুর্বলতা মনে করে ভুল করা উচিত নয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়