পশ্চিম তীরে বন্দুকধারীদের গুলিতে একজন নিহত এবং একজন আহত হয়েছেন। পশ্চিম তীরের উত্তরে জর্দান উপত্যকায় রবিবার এ হামলা হয়। হতাহত দুজনই ইসরায়েলি বেসামরিক নাগরিক। ইসরায়েলি জরুরি সংস্থা ও সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
জরুরি সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, মেডিক্যাল দলগুলো এক যুবককে মৃত ঘোষণা করেছে, যার বয়স ২০ থেকে ২৯ বছরের মধ্যে। একই সঙ্গে ৩৩ বছর বয়সী অন্য এক ব্যক্তিকে হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে। তার নিম্নাঙ্গে গুলির আঘাত লেগেছে।
এ ছাড়া নিহত ব্যক্তি একজন ইসরায়েলি বেসামরিক নাগরিক উল্লেখ করে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সন্ত্রাসীরা ওই এলাকার বেশ কয়েকটি যানবাহনে একটি চলন্ত গাড়ি থেকে গুলি চালায়। বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘হামলায় একজন ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং অন্য একজন ইসরায়েলি বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসা নিচ্ছেন। সেনারা সন্ত্রাসীদের ধাওয়া শুরু করেছে, পথ অবরোধ করেছে এবং ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালাচ্ছে।’
৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হয়। এর পর থেকে ফিলিস্তিনিদের হামলায় পশ্চিম তীরে ১৮ জন ইসরায়েলি নিহত হয়েছে। সেই সঙ্গে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হাতে অধিকৃত অঞ্চলে কমপক্ষে ৬১৭ ফিলিস্তিনি নিহত হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।