প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৪ , ৩:৫৫ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ১৩, ২০২৪ , ৪:০০ অপরাহ্ণ
প্রাণবন্ত কণ্ঠের জাদুতে বিমোহিত করা পপ গায়িকা পাক বো রাম মারা গেছেন। মাত্র ৩০ বছর বয়সেই তিনি পৃথিবী থেকে বিদায় নেন। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
পাক বো রামের এজেন্সি সানাদু এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে বলেছে, ‘পাক বো রাম ১১ এপ্রিল গভীর রাতে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন। সানাদু এন্টারটেইনমেন্টের সব শিল্পী ও নির্বাহীরা গভীরভাবে শোকাহত। এটি আরও হৃদয়বিদারক যে পাক বো রামের ভক্তদের এই আকস্মিক খবরটি জানাতে হচ্ছে।’
দক্ষিণ কোরিয়ার একটি সংবাদ মাধ্যমের খবরে, গায়িকা মৃত্যুর কয়েক ঘণ্টা আগে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। নামিয়াংজু থানা এ ঘটনা তদন্ত করছে। জানা গেছে, অনুষ্ঠানে তিনি দুই বন্ধুর সঙ্গে মদ্যপান করছিলেন।
এরপর বো রাম রাত ৯টা ৫৫ মিনিটে ঘুমাতে যান এবং এরপর আর ফিরে আসেননি। উদ্বিগ্ন বন্ধুরা তার খোঁজ করতে গিয়ে দেখেন, তিনি সিঙ্কে মাথা গুঁজে পড়ে রয়েছেন।
২০১০ সালে মাত্র ১৭ বছর বয়সে পাক বো রাম সবার নজরে আসেন। গানের প্রতিযোগিতা অনুষ্ঠান সুপার স্টার কে টুতে অংশ নিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
২০১৪ সালে তার একক অ্যালবাম ‘বিউটিফুল’ মুক্তি পায়। এটির মাধ্যমে পপ সংগীতশিল্পে তার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। এই অ্যালবামে তার সঙ্গে ছিলেন র্যাপার জিকো।
পাক বো রাম ২০১৪ সালে গাঁও চার্ট মিউজিক অ্যাওয়ার্ডে বছরের সেরা শিল্পীর পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার জিতেছেন। তার গানগুলোর মধ্যে রয়েছে, ‘রিপ্লাই ১৯৮৮’ অ্যালবামের ‘হায়ওয়াদং (বা সাংমুনদং) ’ এবং ডব্লিউ-টু ওয়ার্ল্ড অ্যালবামের ‘প্লিজ সে সামথিং, ইভেন দো ইট ইজ অ্যা লাইফ’।
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।