যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩২ টি স্বর্ণের বারসহ আটক দুই

আগের সংবাদ

পরিশ্রম করলে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব

পরের সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ৯২ জনের মৃত্যু

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৪ , ১১:০১ পূর্বাহ্ণ আপডেট: মার্চ ১৯, ২০২৪ , ১১:০১ পূর্বাহ্ণ

মধ্য গাজার দেইর-আল-বালাহ শহরে ইসরায়েলি হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। গত রবিবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত শনিবার এক দিনের হামলায় অন্তত ৯২ জন নিহত ও আরও ১১২ জন আহত হয়েছেন।

দেইর-আল-বালাহ শহরের কেন্দ্রস্থলে বিশারার একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে থাবেত পরিবারের অন্তত ১২ জন নিহত হন। তাদের বেশির ভাগই নারী ও শিশু।

গাজায় যুদ্ধবিরতি আলোচনা রবিবার আবারও শুরু হওয়ার আশা করছেন কাতার ও মিসরের মধ্যস্থতাকারীরা। হামাসের দেওয়া তিন পর্বের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদপ্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে।

গাজায় গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ৩১ হাজার ৬৪৫ জন নিহত হয়েছেন। আহত কমপক্ষে ৭৩ হাজার ৬৭৬ জন। আর ইসরায়েলে হামাসের হামলায় নিহত হয়েছে ১ হাজার ১৩৯ জন।

এদিকে, ইউরোপীয় ইউনিয়ন অভিযোগ করেছে, গাজায় মানবিক সহায়তায় বাধা দিচ্ছে ইসরায়েল। এ বিষয়ে প্রমাণ রয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে।

মার্চ ১৯, ২০২৪, at ১০:৫৫ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়