কপিলমুনি বহুমুখী মুক্তিযোদ্ধা সমবায় সমিতির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আগের সংবাদ

নড়াইলের চিত্রা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

পরের সংবাদ

মাগুরায় কৃষকের দুই বিঘা জমির লাউ গাছ কেটে দিল দুবৃত্তরা

Sheikh Kiron

রূপান্তর প্রতিনিধি, মাগুরা

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৩ , ৩:৫৭ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ২৯, ২০২৩ , ৩:৫৭ অপরাহ্ণ

মাগুরা সদর উপজেলা পশ্চিম বাড়িয়ালা গ্রামে মোহন বিশ্বাস নামের এক কৃষকের দুই বিঘা জমির লাউ গাছ রাতের আধারে কেটে দিয়েছে দুবৃর্ত্তরা। এতে ওই কৃষকের কম পক্ষে তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাতে দুবৃর্ত্তরা এ ঘটনা ঘটায়। বুধবার সকালে মাঠে গিয়ে কৃষক দেখতে পান। এ বিষয়ে তিনি সদর থানায় মামলা করবেন বলে জানান।

কৃষক মোহন বিশ্বাস বলেন, এ বছরই তিনি ওই জমিতে লাউ গাছগুলো লাগিয়েছেন। যা ধরন্ত অবস্থায় আছে। গত দুই মাস ধরে প্রতি ২দিন পর ১০ থেকে ১৫ হাজার টাকার লাউ তিনি বিক্রি করতেন। আরও দুই মাস তিনি এই লাউ বিক্রি করতে পারতেন।

কিন্তু শত্রæতা করে কে বা কারা রাতের আধারে গাছগুলো কেটে দিয়েছে। স্থানীয় একটি মেহগুনি বাগানে কিছু ব্যক্তি প্রতি রাতে জুয়ার আসর বসায়। সস্প্রতি পুলিশ সেখানে অভিযান চালিয়ে কয়েক জনকে আটক করে। জুয়াড়ীদের ধারনা মোহন বিশ্বাস থানায় খবর দিয়ে তাদের ধরিয়ে দিয়েছেন। যা স্থানীয়দের মাধ্যমে তিনি শুনতে পান। শত্রুতা করে জুয়াড়ীদের একটি অংশ তার লাউ ক্ষেতে এই তান্ডব চালিয়েছে বলে ধারনা করছেন তিনি। তিনি মামলায় তাদের নাম উল্লেখ করবেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী জানান, অভিযোগ পেলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব।

আইর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়