পাইকগাছা উপজেলার কপিলমুনিতে অবস্থিত মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কপিলমুনি মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সভাপতি বীর মুক্তিযোদ্ধাদা শেখ লুৎফর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৩ অক্টোবর কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রতিপক্ষরা তাদের সমিতির নামীয় সম্পত্তি নিয়ে যে বিষয় উত্থাপন করেছেন তা সঠিক নয়। যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত।
এসময় লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, তাদের ক্রয়কৃত সম্পত্তিতে তাদের কার্যালয় অবস্থিত যা একটি নিবন্ধিত সমিতি। নাছিরপুর মৌজায় ৫ শতক জমি ২০০১ সালে ২৫৫৩ নং দলিলে সমিতির নামে রেজিঃ কবলায় খরিদ করা হয়। যার নামে খাজনা, দাখিলাসহ নামপত্তন রয়েছে। প্রতিপক্ষরা এ জমি জবর দখলের জন্য নানা ভাবে পায়তারা করছে। যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
এ সময় উপস্থিত ছিলেন, কপিলমুনি মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক, বীরমুক্তিযোদ্ধা শেখ জামাল হোসেন, বীরমুক্তিযোদ্ধা শেখ হায়দার আলী, বীরমুক্তিযোদ্ধা খান মকবুল হোসেন, বীরমুক্তিযোদ্ধা সৈয়দ সালাম উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন, মাহাবুব জোয়াদ্দার, সরস্বতী বিশ্বাস, শেখ রাজু আহমেদ, মনিরুল ইসলাম, শেখ ফরহাদ হোসেন, নজরুল ইসলাম মোড়ল, বাবু পরমানন্দ মন্ডল, বাবু রণজিৎ মন্ডল, শেখ ফারুক হোসেন, তানজীম মুস্তাফিজ বাচ্চু, মুনমুন খান, রফিকুল ইসলাম, টুটুল ইসলাম রনিসহ কপিলমুনি বাজারের ব্যবসায়ী, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।