যশোর জেলা পোষাক তৈরি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

আগের সংবাদ

বেনাপোল বন্দরে যত্রতত্র কেমিক্যাল বর্জ্য

পরের সংবাদ

যশোর হাটচান্নি ফেন্সি মার্কেটে আগ্নিকান্ডে দুটি দোকান ভস্মিভূত

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৩ , ১:০৬ পূর্বাহ্ণ আপডেট: অক্টোবর ২৮, ২০২৩ , ১০:২৭ পূর্বাহ্ণ

যশোর শহরের হাটচান্নি ফেন্সি মার্কেটের দুটি দোকানে অগ্নিকান্ডে দুটি দোকান ভষ্মিভুত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় অগ্নিকানেড বিষ্ণু ঘোষের বিস্কুটের গোডাউন ও কাশেম হোসেনের সুতার দোকান ভস্মিভূত হয়। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ফেন্সি মার্কেটে প্রথমে বিষ্ণু ঘোষের বেকারির তৈরি খাদ্য সামগ্রীর গোডাউনে আগুন ধরে। পরে তা পাশের কাশেম ব্রাদার্সের সুতার দোকানে ছড়িয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ২২ থেকে ২৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিষ্ণু ঘোষের ছেলে বিবেক ঘোষ জানান, তাদের গোডাউনে বিপুল পরিমাণ বেকারির খাদ্যপণ্য মজুদ রাখা ছিল। যা তারা পাইকারি বিক্রি করেন। আগুনে সবই শেষ বলে হাউমাউ করে কাঁদতে থাকেন তিনি। তিনি জানান, গোডাউনে ১২০ প্যাকেট বিভিন্ন ব্রান্ডের বিস্কুটের কার্টন ছিল। তাছাড়া কেক, চানাচুর, চকলেট, পটেটোসহ বিভিন্ন খাদ্যপণ্য ছিল।

পাশের দোকানদার জাহাঙ্গীর হোসেন বলেন, তিনি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টের পান মার্কেটে আগুন ধরেছে। পরে আগুন ধরার ব্যাপারটা নজরে আসে। তিনি বলেন, কাশেম ব্রাদার্সে ছিল সুতা। এটা ওই প্রতিষ্ঠানের গোডাউন। এখানে কয়েক লাখ টাকার বিভিন্ন ব্র্যান্ডের সুতা ছিল।
ভুক্তভোগী সুতা ব্যবসায়ী আবুল কাশেম জানিয়েছেন, এদিন বন্ধ থাকলেও সন্ধ্যার পরে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লেগে যায়। আর ওই আগুনে দোকানের অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি পাশের দোকানদারদের কাছ থেকে মোবাইলে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন।

আরেক ব্যবসায়ি আল আমিন বলেন, ৬টা ৫০ মিনিটের দিকে আগুন ধরেছে ব্যাপারটা নজরে আসে। সাথে সাথে ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ২২ থেকে ২৫ মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।
যশোর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত। তারা খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পাশের লালদীঘি থেকে পাইপ টেনে পানি নেওয়া হয় ঘটনাস্থলে। তবে, দু’টি দোকানে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

এদিকে, আগুনের সংবাদ পেয়ে অন্যান্য প্রতিষ্ঠানের মালিকরা এসে দ্রুত তাদের মালামাল সরিয়ে ফেলেন। যে কারণে ক্ষয়ক্ষতি কম হয়েছে। একই সাথে শুক্রবার মার্কেট বন্ধ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সহজ হয়েছে বলে মন্তব্য প্রত্যক্ষদর্শীদের।

এই ব্যাপারে কোতোয়ালি থানার পরিদর্শক এসএম শফিকুল আলম চৌধুরী জানিয়েছেন, দোকানে আগুন লাগার খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে ফায়ার সার্ভিসের সাথে সহযোগিতা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়