কেশবপুরে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাংচুর ও দখলের অভিযোগ

আগের সংবাদ

যশোরে জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

পরের সংবাদ

মণিরামপুরে পৃথক ঘটনায়

ছিনতাইকারিদের কোপে ব্যবসায়ী আহত ও ভ্যান ছিনতাই

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫ , ৮:১০ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৫ , ১০:০৭ অপরাহ্ণ

যশোরের মণিরামপুরে এক লাখ টাকা ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে ছিনতাইকারীরা বিকাশ ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব হোগলাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত বিকাশ ব্যবসায়ী আজাদুল ইসলাম (৪২) ওই গ্রামের আক্কাজ আলী সরদারের ছেলে। মূমুর্ষ অবস্থায় আহত ব্যবসায়ীকে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকায় নেওয়া হয়েছে। স্থানীয় মধুপুর বাজারে তাঁর বিকাশ ও মুদির ব্যবসা রয়েছে।

এদিকে একই রাতে ৩টার দিকে মনিরামপুর-ঝিকরগাছা সড়কের হাকোবা এলাকায় ছিনতাইকারীরা চালক ও যাত্রীকে বেধে রেখে মারপিট করে ইঞ্জিন চালিত ভ্যান ছিনিয়ে নিয়েছে।

আহত ভ্যান চালক নুরুল ইসলামকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর ভ্যানের যাত্রী ইসহাক আলী হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মনিরামপুর থানা পুলিশ পৃথক ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছে।

হোগলাডাঙ্গা গ্রামের ব্যবসায়ী আজাদুলের ভাইপো আসাদুল ইসলাম বলেন, মধুপুর বাজার থেকে আজাদুল ইসলামের বাড়ি ৫০০-৭০০ গজ দূরে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কাকা মধুপুর বাজারে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি আসলে ছিনতাইকারীরা কাকার সাথে থাকা ১ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিতে যায়। তিনি টাকা দিতে না চাইলে ছিনতাইকারীরা ধারাল অস্ত্র দিয়ে কাকার গলা কেটে দেয়। এসময় কাকা চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা টাকা ফেলে পালিয়ে যায়।

আসাদুল বলেন, ধারাল অস্ত্রের কোপে কাকার গলার অনেকাংশ কেটে গেছে। রাতে কাকাকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে যশোর সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠিয়ে দেন।

এদিকে পুলিশ বলছে, আজাদুল বিএনপির সমর্থক। তিনি দলের স্থানীয় প্রতিহিংসার শিকার হয়েছেন। হামলাকারীরা টাকা রেখে চলে যাওয়ায় এমনটি ধারণা করা হচ্ছে।

আসাদুল বলেন, কাকা কিছুটা প্রতিবন্ধী। তিনি কোন রাজনীতির সাথে জড়িত না।

এদিকে উপজেলার ঝালঝাড়া গ্রামের মুজিবুল হকের ছেলে ভ্যান চালক নুরুল ইসলাম জানান, রাতের বেলায় তিনি মনিরামপুর বাজার থেকে আশপাশের এলাকায় যাত্রী টানেন। বৃহস্পতিবার রাত ৩টার দিকে তিনি যাত্রী ইসহাক আলীকে নিয়ে দেবিদাসপুর গ্রামে যাচ্ছিলেন। পথে হাকোবা ডিপের মোড় পৌঁছুলে রাস্তার পাশ থেকে ৪-৫ দুর্বৃত্ত এসে তাদের গতিরোধ করে দেশীয় অস্ত্র দেখিয়ে দুইজনকে বেঁধে মারপিট করে রাস্তার পাশে ভূট্টা ক্ষেতে ফেলে রেখে ভ্যান নিয়ে পালিয়ে যায়।

নুরুল ইসলাম বলেন, ছিনতাইকারীরা চলে গেলে আমরা একে অপরের হাতের বাঁধন খুলে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, গত বুধবার রাতে মধুপুর বাজারে বিএনপিদের নিজেদের মধ্যে কোন্দল হয়েছে। আজাদুল বিএনপির সমর্থক। তাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হলেও টাকা ছিনিয়ে নেয়নি হামলাকারীরা। রাজনৈতিক কোন্দলে আজাদুল হামলার শিকার হয়েছে,এমনটি ধারণা করা হচ্ছে।

ভ্যান ছিনতাইয়ের বিষয়ে ওসি বলেন, ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়