ছিনতাইকারিদের কোপে ব্যবসায়ী আহত ও ভ্যান ছিনতাই

আগের সংবাদ

ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই বাংলাদেশে হবে না : নাহিদ

পরের সংবাদ

যশোরে জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫ , ৮:১৭ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৫ , ৮:১৭ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর শাখার উদ্যোগে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে যশোর দড়াটানা ভৈরব চত্তরে শহর জামায়াতে ইসলামির আয়োজনে এ সমাবেশ হয়।

সমাবেশে শহর জামায়াতে ইসলামির আমীর অধ্যাপক শামসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আমীর অধ্যাপক গোলাম রসুল।

তিনি বলেন, দিন দিন কিছু অসাধু ব্যবসায়ী ও সিন্ডিগেটের কারণে নিত্তপন্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য এবং সংশ্লিষ্ট সকলকে রমজানের পবিত্রতা রক্ষায় এগিয়ে আসার আহবান করছি।

আরো বক্তব্য দেন, সহকারি সেক্রেটারি গোলাম কুদ্দুস এবং জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশিম রেজা।

সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, সদর উপজেলা আমীর অধ্যাপক আশরাফ আলী, শহর নায়েবে আমীর মাওলানা ইসমাইল হোসাইন ও এ্যাড. আব্দুর রহমান, সদর উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল হক।

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনিহার বাস স্টান্ডে হয়ে শেষ হয়।সমাবেশ পরিচালনা করেন শহর শাখা সেক্রেটারি ইমরান হোসাইন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়