যশোরে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত

আগের সংবাদ

¡Caída libre de fortuna! Plinko España la guía completa para dominar el juego y ganar más en cada sesión

পরের সংবাদ

যশোরে ‘চাষী বাজার’ কৃষিপণ্যের সুপার সপ উদ্বোধন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫ , ৯:২১ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৫ , ৯:২১ অপরাহ্ণ

ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে নিরাপদ কৃষিপণ্য সরবরাহের অঙ্গীকার নিয়ে যশোরে চালু হলো ‘চাষী বাজার’ নামের কৃষিপণ্যের সুপার সপ।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন।

যশোর জেল রোডের ভৈরব পাড়ে নবগঠিত এই সুপার সপের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলাম যশোরী। এ সময় প্রধান অতিথি বলেন, “দেশের বিভিন্ন স্থানে বড় বড় সুপার সপ থাকলেও শুধুমাত্র কৃষকের উৎপাদিত পণ্য নিয়ে এমন উদ্যোগ বাংলাদেশে এটাই প্রথম। যদি এটি সফল হয়, তাহলে কৃষি পণ্যের বাজারে একটি নতুন মডেল তৈরি হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রাশেদুল হক, জেলা মৎস্য কর্মকর্তা সরকার মুহাম্মদ রফিকুল আলম, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী এবং যশোর প্রেসক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নূর ইসলাম।

এই সুপার সপের উদ্যোক্তা যশোরের দুই তরুণ কৃষি উদ্যোক্তা মামুনুর রশীদ ও আবু হাসান। তাদের লক্ষ্য হলো মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে উৎপাদিত পণ্য সংগ্রহ করে ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া।

আলোচনা শেষে অতিথিরা ফিতা কেটে ‘চাষী বাজার’ সুপার সপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়