জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যশোর জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির ঘোষণার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) যশোর শহরে এই মিছিল অনুষ্ঠিত হয়।
যশোরে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিতএর আগে, গত ১৭ ফেব্রুয়ারি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিন সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে মোস্তফা আমীর ফয়সালকে আহ্বায়ক, রাজিদুর রহমান সাগরকে সদস্য সচিব এবং আলী হায়দার রানাকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।