যশোরে স্বেচ্ছাসেবক দলের ইফতার সামগ্রী বিতরণ

আগের সংবাদ

চসিকের সাবেক কাউন্সিলর জসিম ঢাকায় গ্রেপ্তার

পরের সংবাদ

ঝিনাইদহে স্যান্ডেল হারানোকে কেন্দ্র করে সংঘর্ষে  আহত ১০ জন

প্রকাশিত: মার্চ ৫, ২০২৫ , ১১:৫৮ অপরাহ্ণ আপডেট: মার্চ ৫, ২০২৫ , ১১:৫৮ অপরাহ্ণ

ঝিনাইদহের শৈলকুপায় মসজিদে স্যান্ডেল হারানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আজ (৫ ফেব্রুয়ারী) বুধবার রাতে উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে ওই দিগনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক ও ইউপি সদস্য মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। গত কয়েকদিন ধরে গ্রামের মসজিদে তারাবীহ নামাজে আব্দুল মালেকের লোকজনের স্যান্ডেল হারিয়ে যায়।

আজ বুধবার রাতে আবারো স্যান্ডেল হারালে উভয় পক্ষের লোকজনের মাঝে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়। এ সময় উভয়পক্ষের কয়েকটি বাড়িঘর ভাংচুর হয় ।

শৈলকূপা থানা ওসি মাসুম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়