ঝিনাইদহে স্যান্ডেল হারানোকে কেন্দ্র করে সংঘর্ষে  আহত ১০ জন

আগের সংবাদ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের অবরুদ্ধ ৩৯ ব্যাংক

পরের সংবাদ

চসিকের সাবেক কাউন্সিলর জসিম ঢাকায় গ্রেপ্তার

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫ , ৯:২৮ অপরাহ্ণ আপডেট: মার্চ ৬, ২০২৫ , ৯:২৮ অপরাহ্ণ

অবশেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বহুল আলোচিত সাবেক কাউন্সিলর জহিরুল আলম জসিম ধরা পড়েছে। চট্টগ্রাম মেট্রোপ‌লিটন পু‌লিশের পিআর শাখা থেকে সাবেক কাউন্সিলর জসিমকে গ্রেফতারের বিষয়‌টি নি‌শ্চিত করা হয়েছে। সিএম‌পির বিশেষ এক‌টি তাকে ঢাকা থেকে গ্রেফতার করে চট্টগ্রামে নিয়ে আসছে।

তবে একটি সূত্র বলছে, স্ত্রীর জামিন পেতে নিজেই ধরা দিতে বাধ্য হয়েছে জসিম। আজ বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে বলে আকবর শাহ থানা পুলিশ জানিয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে আকবর শাহ থানা এলাকায় একটি বহুতল আবাসিক ভবনে সাবেক কাউন্সিলর জহিরুল আলম জসিম লুকিয়ে আছে এমন সংবাদে স্থানীয় লোকজন পুরো বিল্ডিং সারা রাত ঘেরাও করে রেখেছিল। এরপর পুলিশ পুরো ভবন তল্লাশী চালিয়ে জসীমকে পাননি। কিন্ত একটি ফ্ল্যাট থেকে জসিমের স্ত্রীকে ডবলমুরিং থানা পুলিশ গ্রেপ্তার করেছিল। স্ত্রী গ্রেপ্তার হওয়ায় শেষ পর্যন্ত স্ত্রীর জামিন পেতে জসিম নিজে পুলিশের কাছে স্বেচ্ছায় ধরা দিয়েছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। নগরীর আকবর এলাকায় বছরের পর বছর সরকারি একাধিক পাহাড় কেটে বিশাল সাম্রাজ্য গড়ে তুলছে চসিকের সাবেক কাউন্সিলর জসিম। পাহাড় কাটা- ভূমি দস্যুতার একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়