ঢাকা ১৮ আসনে চলছে মুখোশ পাল্টা পাল্টি খেলা

আগের সংবাদ

উত্তরায় চোরাইকৃত ২২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ এক নারী গ্রেফতার

পরের সংবাদ

চৌগাছায় দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৪ , ৯:৪৮ অপরাহ্ণ আপডেট: আগস্ট ২৭, ২০২৪ , ৯:৪৮ অপরাহ্ণ

যশোরের চৌগাছায় দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভার অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (২৭আগষ্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার পাতিবিলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অশ্রুমোচন মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা ও বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন চৌগাছা শাখার যৌথ আয়োজনে, নাগরিক উদ্যোগের সহযোগিতায় দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় উপজেলা বি ডি ই আর এমের সভাপতি প্রকাশ বিশ্বাসের সভাপতিত্বে ও অশ্রুমোচন মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার প্রোগ্রাম অফিসার নাসির উদ্দীন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাতিবিলা ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান লাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আজমিন আরা ।

এছাড়া উপস্থিত ছিলেন ইউপি সদস্য নজরুল ইসলাম, লিপি খাতুন, শাহিদা বেগম, অশ্রুমোচন মহিলা ও শিশু বিষয়ক সংস্থার সমন্বয় কারী সুমিত্রা সরকার, হিসাবরক্ষক অলোক দাস, বিশ্বনাথপূর দাসপাড়া,মুক্তদাহ দাসপাড়া, হয়াতপুর সাতরাপাড়া, নিয়ামতপুর পালপাড়া গ্রামের দলিত জনগোষ্ঠীর নারী পুরুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়