উত্তরা এলাকার একটি বাসায় চুরির ঘটনায় নগদ টাকা, বিভিন্ন দেশের মুদ্রা ও ২২ ভরি স্বর্ণালংকার উদ্ধারসহ গৃহকর্মী মনিকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ। উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান ডিএমপি এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৯ জুলাই উত্তরা পূর্ব থানা এলাকার একটি বাসা থেকে গৃহকর্মী বেডরুমের আলমারির তিনটি তালা ভেঙ্গে নগদ টাকা, ডলার ও স্বর্ণালংকারসহ বেশকিছু জিনিসপত্র চুরি করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বাদী সালমা খানমের অভিযোগের প্রেক্ষিতে একটি চুরির মামলা রুজু করা হয়। তিনি আরও বলেন, মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। এরপর উত্তরা পূর্ব থানা পুলিশের একটি দল গত ১৯ আগস্ট অভিযান পরিচালনা করে গাজীপুর জেলার গাছা থানা এলাকা থেকে গৃহকর্মী মনিকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ২২ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লক্ষ ১৯ হাজার টাকা ও বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত অন্যান্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত মনিকে উত্তরা পূর্ব থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।