কেশবপুরে সনদপত্র-কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

আগের সংবাদ

এমপি হলে যে ১০ প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে স্বপন ভট্টাচার্য

পরের সংবাদ

শ্যামনগরে ট্যুরিস্ট পুলিশিং‘র উদ্যোগে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৩ , ৯:০২ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৩ , ৯:০২ অপরাহ্ণ

সাতক্ষীরা জোন ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল দশটায় বুড়িগোয়ালিনী নীলডুমুর খেয়াঘাট চত্বরে ট্যুরিস্ট স্টোক হোল্ডারদের উপস্থিতিতে পুলিশিং কমিটির সদস্যদের নিয়ে সাতক্ষীরা জোন ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ শেখ হিলাল উদ্দিন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি এম এ হালিম, সাংগঠনিক সম্পাদক সাহেব রেজা, নীলডুমুর বাজার কমিটির সহ-সভাপতি মহসিন আলম, আসাদুল ইসলামসহ ট্যুরিস্ট পুলিশের সদস্যসহ ট্রলার শ্রমিককের সদস্য ও বাজার ব্যবসায়ীদের উপস্থিতিতে, ট্যুরিস্টদের সার্বিক সহযোগিতা করা নিয়ে আলোচনা করেন শেখ হিলাল উদ্দিন।

এসময় উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি বলেন, বুড়িগোয়ালিনী নীলডুমুরে ট্যুরিস্ট এসে সুন্দরবন ভ্রমণ করতে যায়। আমাদের সকলের দায়িত্ব এই এলাকাতে ট্যুরিস্ট আসলে তাদের কে সঠিক পরামর্শ দিয়ে সুন্দরবন ভ্রমণ করতে সহযোগিতা করা।

সুন্দরবন ভ্রমণের সময় কোন প্রকার পলিথিন ও প্লাস্টিক জাতীয় দ্রব, বর্জ সুন্দরবন বর্তি নদীতে ফেলা যাবে না, সেবিষয়ে সকল পর্যটককে জানিয়ে দিতে হবে। আলোচনা শেষে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানানো হয়।

ডিসেম্বর ২৯: ২০২৩ at :২২:৫৫(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়