দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা জমে উঠেছে। ভোটকে সামনে রেখে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। শহর থেকে গ্রাম সব জায়গায় প্রচারণা এখন তুঙ্গে। ভোটারদের বিশ্বাস অর্জনের চেষ্টায় রাজনৈতিক দলের প্রার্থীরা দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। দলীয় নির্বাচনি ইশতেহারের পাশাপাশি প্রত্যেক প্রার্থী নিজ এলাকায় বিভিন্ন উন্নয়নকাজের প্রতিশ্রুতি দিচ্ছেন। এর অংশ হিসেবে দলীয় ইশতেহারে অগ্রাধিকার দেওয়া ১০টি বিষয় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন যশোর-৫ (মনিরামপুর) আসনের দুবারের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। তিনি নৌকা প্রতীকে নির্বাচন করছেন। জয়ের ব্যাপারে আশাবাদী নৌকার এই প্রার্থী।
যে ১০টি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন সেগুলো হলোঃ
১) দ্রব্যমূল্য সবার ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া।
২) কর্ম-উপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা।
৩) আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।
৪) লাভজনক কৃষির লক্ষ্যে সমন্বিত কৃষিব্যবস্থা, যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি।
৫) দৃশ্যমান অবকাঠামোর সুবিধা নিয়ে এবং বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার ঘটানো।
৬) ব্যাংকসহ আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা।
৭) নিম্নআয়ের মানুষের স্বাস্থ্যসেবা সুলভ করা।
৮) সর্বজনীন পেনশন ব্যবস্থায় সবাইকে যুক্ত করা।
৯) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা ও জবাবদিহি নিশ্চিত করা।
১০) সাম্প্রদায়িকতা এবং সব ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধ করা।
স্বপন ভট্টাচার্য ২০০৯ সালে মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং ২০১৮ সালে আওয়ামী লীগের দলীয় প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য হন। ২০১৮ সালে এমপি হওয়ার পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও আমাকে নৌকা প্রতীকের প্রার্থী করায় মনিরামপুরজুড়ে উৎসব শুরু হয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।
তিনি বলেন, ‘গত ১০ বছরে মণিরামপুরের রাস্তাঘাট, সেতু ও বিদ্যুৎসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের (প্রাইমারি, হাইস্কুল, কলেজ) প্রচুর উন্নয়নকাজ করেছি। স্বাধীনতার পর ৫২ বছরের মধ্যে সর্বোচ্চ উন্নয়ন হয়েছে গত ১০ বছরে। সে কারণে এখানের মানুষ আমার ওপর সন্তুষ্ট। আবারও বিপুল ভোটে জয়লাভ করবো, এই বিষয়ে আমি নিশ্চিত।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।