আবারও সাতক্ষীরার পারুলিয়া এসএস হাইস্কুলের প্রধান শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা স্থগিত

আগের সংবাদ

ড. হাফিজ রহমানের তিন বইয়ের মোড়ক উন্মোচন

পরের সংবাদ

যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা শিমুল হত্যায় জড়িত দুইজনকে আটক করেছে পিবিআই

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৪ , ৮:৩৭ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৩, ২০২৪ , ৮:৩৭ অপরাহ্ণ

যশোর সদরের স্বেচ্ছাসেবকলীগ নেতা জিল্লুর রহমান শিমুল হত্যায় জড়িত দুইজনকে আটক করেছে যশোর পিবিআই। গত শুক্রবার সকালে ঢাকা থেকে তাদের আটক করা হয়। এরপর রাতে তাদের সাথে নিয়ে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। মসজিদের কমিটি গঠন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পিবিআই যশোরের ইন্সপেক্টর মীর রেজাউল হোসেন।

আটককৃত আসামীরা যশোর সদর উপজেলার গোবিলা গ্রামের জমির হোসেনের ছেলে বুলবুল হোসেন ও হযরত আলীর ছেলে নাইম ইসলাম।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোবিলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন শিমুল। পথিমধ্যে বাড়ির অদূরে বুলবুল ও নাইম পথরোধ করে। এরপর শিমুলকে তারা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দ্রুত পালিয়ে যায়। সে সময় চিৎকার শুনে আশপাশের লোকজন ও তার পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।

পিবিআই ইন্সপেক্টর মীর রেজাউল হোসেন আরো জানান, শিমুলকে কুপিয়ে জখম করেই রাতেই ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমায় বুলবুল ও নাইম। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের সনাক্তের পর গত শুক্রবার সকালে ঢাকার আব্দুল্লাহপুর থেকে আটক করা হয়। সন্ধ্যায় তাদের যশোরে এনে রাতে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়।

আটককৃতরা জানিয়েছে মসজিদের কমিটি গঠন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে। শিমুল হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে বুলবুল ও নাইমসহ ৬জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন। শনিবার দুপুরের পর তাদের শিমুল হত্যা মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

মার্চ ২৩, ২০২৪, at ২০:৩৫ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়