নড়াইলের লোহাগড়া উপজেলার ডহরপাড়া গ্রামে অগ্নিকান্ডে দুইটি পরিবারের বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। ভয়াবহ এ আগুনের ঘটনায় বাড়িঘর সহায় সম্বল হারিয়ে পরিবার দুটি পথে বসেছে।
গত শুক্রবার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার দুপুরে লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত শুক্রবার সন্ধ্যায় লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের রুমান ফকিরের বাড়ি বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে প্রথমে বসতঘর তারপর মুহুর্তে পার্শ্ববর্তী আহম্মদ শেখের বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজন কিছু বুঝে উঠার আগেই আগুনের লেলিহান শিখা ৬টি ঘর গ্রাস করে। আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করলেও আগুনের ভয়াবহতায় তাদের সে চেষ্টা ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস লোহাগড়া ইউনিট ঘটনাস্থলে পৗছানোর আগেই কৃষিজীবী দুইটি পরিবারের ঘরের সব মালামালসহ মোট ৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে নিঃস্ব পরিবার দুটি ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তার দাবি জানিয়েছে।
এ বিষয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ পারভেজ জানান, ৯৯৯ এ ফোন পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।