যবিপ্রবির ফলিত পরিসংখ্যান বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. আলম হোসেন

আগের সংবাদ

আগুনে পুড়ে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব দুটি পরিবার

পরের সংবাদ

কালীগঞ্জ পৌর মেয়র আশরাফের

পুরাতন গরুর হাট ও তারামন বিবির খাল উদ্ধারের মহতি উদ্যোগ

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৪ , ৬:৫৮ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৩, ২০২৪ , ৬:৫৮ অপরাহ্ণ

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ঐতিহ্যবাহী গরুর হাট ও তারামন বিবির খাল উদ্ধারের মহতি উদ্যোগ নিয়েছে পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ। এ উপলক্ষে শনিবার গোহাটা হাট চাঁদনীতে পৌর মেয়র আশরাফুল আলম আশরাফের নের্তৃত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ মটর মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মতিয়ার রহমান মতি, পৌর কাউন্সিলর মোক্তার হোসেন, আশরাফুল ইসলাম রনি, রুবেল মিয়া, মহিলা কাউন্সিলর মমতাজ বেগম, গণমাধ্যম কর্মি, সূধীমহল, পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্থরের মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিভিন্ন প্রভাবশালী কর্তৃক অবৈধভাবে দখল হওয়া গোহাটার জমি ও দখল হওয়া তারামন বিবির খালের জমি মাপামাপি কাজ শুরু করেন পৌর পরিষদ কর্তৃপক্ষ।

এসময় পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, প্রভাবশালী কর্তৃক কালীগঞ্জ শহরের ঐতিহ্যবাহী গরু-ছাগলের হাট এবং তারামন বিবির খাল দখল হয়ে গেছে। দখল হওয়া সম্পত্তিগুলো আমরা ১৯২৬ সালের রেকর্ড অনুযায়ী দখলমুক্ত করেেবা। রেকর্ড অনুযায়ী দখল হওয়া মোট জমির পরিমান ২ একর ৬৮ শতক। দখল হওয়া জমিতে ইমারত সহ বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছে অবৈধ দখলকারীরা।

তিনি আরো বলেন, প্রভাবশালীরা যতোই শক্তিশালী হোক না কেন, প্রশাসনের সহযোগীতা নিয়ে এ সকল স্থাপনা অপসারণ করে দখল হওয়া সরকারি সম্পত্তি দখলমুক্ত করা হবে। দখলমুক্ত করে শহরের যে সমস্ত এলাকায় রাস্তার পাশে ফুটপাত দখল করে দোকান বসিয়ে যানজট সৃষ্টি করছে সেগুলো এখানে স্থানান্তর
করে পৌরবাসীকে একটি যানজটমুক্ত আধুনিক শহর উপহার দিবো। এজন্য মেয়র পৌরবাসীকেতার পাশে থাকার আহ্বান জানান।

মার্চ ২৩, ২০২৪, at ১৮:৫৫ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়