তুরাগে গ্রিল কাটা ডাকাত চক্রের প্রধান হোতা সহ গ্রেফতার ৪

আগের সংবাদ

পুরাতন গরুর হাট ও তারামন বিবির খাল উদ্ধারের মহতি উদ্যোগ

পরের সংবাদ

যবিপ্রবির ফলিত পরিসংখ্যান বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. আলম হোসেন

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৪ , ৬:০০ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৩, ২০২৪ , ৬:০০ অপরাহ্ণ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফলিত পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের অধ্যাপক ড. আলম হোসেন।

গত বুধবার রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, গণিত বিভাগের অধ্যাপক ড. হাফিজ উদ্দিন কে ফলিত পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান থেকে অব্যাহতি দিয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আলম হোসেন কে চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ড. আলম হোসেন ফলিত পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন।

মার্চ ২৩, ২০২৪, at ১৭:৫৬ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়