ঝিনাইদহে এনজিও'র হয়রানির বিরুদ্ধে মানববন্ধন

আগের সংবাদ

এ বছর ফিতরা কত জানা যাবে আজ

পরের সংবাদ

সাতক্ষীরা পুলিশ মালিকের কাছে ফিরিয়ে দিলো

হারানো মোবাইল ও বিকাশে ভুল নম্বরে যাওয়া টাকা

প্রকাশিত: মার্চ ২১, ২০২৪ , ৪:৫৪ অপরাহ্ণ আপডেট: মার্চ ২১, ২০২৪ , ৫:১০ অপরাহ্ণ

সাতক্ষীরায় হারানো ১০০টি মোবাইল ও বিকাশে ভুল নম্বরে চলে যাওয়া ৩ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে সাতক্ষীরা জেলা পুলিশ।

বৃহস্পতিবার সকালে পুলিশ লাইন্স ড্রিলশেডে এসব মোবাইল ও টাকা মালিকদের কাছে ফিরিয়ে দেন পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী। পুলিশ সুপার বলেন, চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে হারিয়ে যাওয়া ১০০টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা। এছাড়া বিকাশে ভুল নম্বরে চলে যাওয়া ৩ লাখ ৭৫ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। হারানো এসব মোবাইল ও টাকা মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান ও আমিনুর রহমান সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মার্চ ২১, ২০২৪, at ১৬:৪৫ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়