ঝিকরগাছা মৎস্য অফিসে ৫ হাজার মাছ চাষীর বিপরীতে কর্মকর্তা ২ জন

আগের সংবাদ

আজ আন্তর্জাতিক বন দিবস

পরের সংবাদ

ঝিনাইদহে মানব পাচার চক্রের মূলহোতা গ্রেফতার

প্রকাশিত: মার্চ ২১, ২০২৪ , ১০:৪৫ পূর্বাহ্ণ আপডেট: মার্চ ২১, ২০২৪ , ১০:৪৫ পূর্বাহ্ণ

ঝিনাইদহে মানব পাচার চক্রের মূলহোতা বিষ্ণু বিশ্বাস (৪৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টায় তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন র‌্যাব-৬ কোম্পানি কমান্ডার মেজর নাইম আহমেদ। আসামী বিষ্ণু বিশ্বাস ঝিনাইদহের কালীগঞ্জ এলাকার কোলা গ্রামের নারায়ন বিশ্বাসের ছেলে।

তিনি জানান, ধৃত আসামী একজন মানব পাচারের চক্রের প্রধান সদস্য। আসামী ভিকটিমের সাথে ব্যবসায়িক সূত্রে পরিচিত হওয়ায় সুবাদে ভিকটিমকে ইতালি পাঠানোর নাম করে সর্বমোট ১৩,৫০,০০০/(তের লক্ষ পঞ্চাশ হাজার) টাকা চুক্তি করে। পরে আসামীকে সাক্ষীদের উপস্থিতিতে ৩,৫০,০০০/(তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা প্রদান করে। কিছুদিন পর আসামীকে ভিসার কথা বলে ঢাকা নিয়ে যায় এবং ঢাকার রামপুরার একটি অপরিচিত বাসায় আবদ্ধ কক্ষে আটকে রাখে। ভিকটিমকে অনেক মারধর করে হত্যা করার হুমকি দেয়। এক পর্যায়ে আসামী ভিকটিমকে লোহার রড দিয়ে পেটে আঘাত করে গুরুতর জখম করে এবং আসামীকে জোরপূর্বক মালয়েশিয়া পাচার করার হুমকি প্রদান করে। নিরুপায় হয়ে ভিকটিম বাদী হয়ে ঝিনাইদহ জেলার সদর থানায় মানব পাচার আইনে একটি মামলা দায়ের করেন।

তিনি আরো জানান, গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার সদর থানার মানব পাচার মামলার অন্যতম প্রধান পলাতক আসামী ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কোলা বাজারে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন কোলা বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত মানব পাচার মামলার প্রধান পলাতক আসামী বিষ্ণু বিশ্বাস (৪৫) গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মার্চ ২১, ২০২৪, at ১০:৪০ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়