নড়াইলে বেশি দামে ফল ও মাংস বিক্রি করায় জরিমানা

আগের সংবাদ

চেয়ারম্যান পদে জামানত লাখ টাকা করল ইসি

পরের সংবাদ

চৌগাছায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: মার্চ ২০, ২০২৪ , ৫:৩৭ অপরাহ্ণ আপডেট: মার্চ ২০, ২০২৪ , ৫:৩৭ অপরাহ্ণ

যশোরের চৌগাছায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কুইজ প্রতিযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন স্থানীয় সরকারের বিভাগীয় উপ-পরিচালক হুসাইন শওকত। বিশেষ অতিথির আলোচনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান ড. এম  মোস্তানিছুর রহমান, পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, ইউপি চেয়ারম্যান এস.এম মমিনুর রহমান প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জমান, মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা মাহমুদা, সরকারি শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক কামরুজ্জামান, ছারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসমা খাতুন, হামিকপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহুরুল ইসলাম প্রমূখ।

আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষাথীদের মধ্যে নেতৃবৃন্দ পুরস্কার তুলে দেন।

মার্চ ২০, ২০২৪, at ১৭:৩৫ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়