নড়াইলে ইউনিয়ন পরিষদের কক্ষেই পরিবারসহ বসবাস করেন চেয়ারম্যান সুমন

আগের সংবাদ

চৌগাছায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

পরের সংবাদ

নড়াইলে বেশি দামে ফল ও মাংস বিক্রি করায় জরিমানা

প্রকাশিত: মার্চ ২০, ২০২৪ , ৪:৫৫ অপরাহ্ণ আপডেট: মার্চ ২০, ২০২৪ , ৪:৫৫ অপরাহ্ণ

নড়াইলে বেশি দামে ফল ও মাংস বিক্রি করায় ৩১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। বুধবার দুপুরে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার ফল মার্কেটে ভ্রাম্যমাণ আদালতের  বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিবু দাস এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, ফল ক্রয়কৃত মেমোর সাথে বিক্রয় মূল্যের বেশি পার্থক্য থাকায়, বেশি দামে ফল বিক্রি করার অপরাধে কৃষি বিপনন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ভাই ভাই ফল ঘর এর মালিক মমিনুর রহমানকে ১০ হাজার টাকা এবং অপর ফল ব্যবসায়ী আনিচুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া রূপগঞ্জ বাজারের তরমুজ ব্যবসায়ী হানিফ শেখকে ৩ হাজার টাকা, মাংস বিক্রেতা শাহীন শেখকে ৫হাজার টাকা এবং অন্যান্য ফল বিক্রেতাদের ৮ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

মার্চ ২০, ২০২৪, at ১৬:৪০ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়