শরণখোলায় পুকুরে মিলল ইলিশ

আগের সংবাদ

নড়াইলে ইউনিয়ন পরিষদের কক্ষেই পরিবারসহ বসবাস করেন চেয়ারম্যান সুমন

পরের সংবাদ

দেশের তেরোটি স্থানে একযোগে কুয়া’র ইফতার মাহফিল

প্রকাশিত: মার্চ ২০, ২০২৪ , ৪:০১ অপরাহ্ণ আপডেট: মার্চ ২০, ২০২৪ , ৫:৪৯ অপরাহ্ণ

খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের (কুয়া) উদ্যোগে বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল আগামী ২২ মার্চ ২০২৪ তারিখ, শুক্রবার দেশের তেরোটি স্থানে একযোগে অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা যায়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম,‌ রাজশাহী, ময়মনসিংহ, যশোর, সাতক্ষীরা, নড়াইল, কক্সবাজার, ঝিনাইদহ এবং চুয়াডাঙ্গাতে একইসাথে এ বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল ও অনুষ্ঠিত হবে। ইফতার মাহফিল এর সুষ্ঠু ব্যাবস্থাপনা স্বার্থে ঢাকা ও খুলনায় রেজিস্ট্রেশন পদ্ধতি ব্যবহার করাহয়, যেখানে অংশগ্রহণে ইচ্ছুক অ্যালামনাইগণ ১৯ মার্চ ২০২৪ মঙ্গলবার রাত ১১:৫৯ পর্যন্ত রেজিষ্ট্রেশন এর সুযোগ পায়।

এছাড়া আরও জানা যায়, ইফতার মাহফিলে অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সদস্য হওয়ার জন্য থাকছে বুথের ব্যাবস্থা, সেখানে নির্দিষ্ট ফি পরিশোধ ও ফর্ম পূরণের মাধ্যমে সদস্য হতে পারবে।

কু’আর যুগ্ম সম্পাদক ও ইফতার আয়োজক উপকমিটির সদস্য সচিব মোঃ মুজাহিদুল ইসলাম সৌরভ বলেন, অ্যালামনাইদের অভূতপূর্ব সাড়া আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। আশা করছি আমরা ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে আপনাদের সহযোগিতায় একটি সুন্দর ইফতার মাহফিল করতে সক্ষম হবো।

মার্চ ২০, ২০২৪, at ১৭:৪৮ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/ত.হো.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়