যশোরের বেনাপোল পোর্টথানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৯৫০ গ্রাম গাজা সহ ৩ জন ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৩ জন আসামীকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ।
মাদক সহ আটক আসামীরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন, সাদিপুর গ্রামের বিল্লাল খাঁ এর ছেলে লিটু খাঁ (৩৩) মৃত বেলায়েত হোসেনের ছেলে জাহাঙ্গির হোসেন (৪৮) মানকিয়া গ্রামের সাইফুল শেখ এর মেয়ে শিউলী খাতুন (২২)।
গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীরা হলেন, ভবের বেড় গ্রামের জামাল হোসেন এর ছেলে হৃদয় (২৪), নারানপূর পোড়াবাড়ি গ্রামের সিরাজুল ইসলাম এর ছেলে রফিকুল ইসলাম (২৮) ও বেনাপোল কলেজ পাড়ার হেকমত মোল্যার ছেলে জহিরুল মোল্যা (২৫) সর্ব থানা বেনাপোল পোর্ট।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত ওসি সুমন ভক্ত জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।