প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৩ , ৮:০৫ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৩ , ৮:০৫ অপরাহ্ণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদারকে বিজয়ী করার লক্ষে বিশাল প্রচার মিছিল করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা মহিলা লীগ ও যুব মহিলা লীগের উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।
এর আগে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আসা নারীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎসা আরা মিলি, কেশবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসিমা সাদেক, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, হাসানপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌহিদুজ্জামান, বিদ্যানন্দকাটি ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন, ত্রিমোহিনীর চেয়ারম্যান আনিসুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, যুব মহিলা লীগের সভাপতি মিনু রানী হালদার, সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলুসহ মহিলা লীগ ও যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।
ডিসেম্বর ৩০: ২০২৩ at :২০:০৪(GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।