নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘুদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে

আগের সংবাদ

কেশবপুরে নৌকার পক্ষে নারীদের বিশাল মিছিল

পরের সংবাদ

মাদক সহ তিন কারবারি আটক 

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৩ , ৬:৪৩ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৩ , ৬:৪৩ অপরাহ্ণ

যশোরের শার্শা ও ঝিকরগাছায় পৃথক অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজা সহ মনিরুল ইসলাম (৩৮), রাহাত হোসেন (১৯) ও মিলন বিশ্বাস (২৪) নামে তিন মাদক কারবারিকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও ঝিকরগাছা থানা পুলিশ।

শনিবার ভোর রাতে তাদেরকে আটক করা হয়। আটক মনিরুল ইসলাম ঝিকরগাছার রঘুনাথপুর গ্রামের মৃত শামসু কমান্ডারের ছেলে, রাহাত হোসেন শার্শার দক্ষিণ বুরুজবাগান গ্রামের বাবলু ঢালীর ছেলে ও মিলন বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামের সামাদ বিশ্বাসের  ছেলে।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস টিম যশোর টু বেনাপোল রোডের সাতক্ষীরা মোড়স্থ নাভারন রেল বাজার তালেব প্লাজার লোটো সু এন্ড জুতা ঘর এর সামনে পাকা রাস্তার উপর হইতে মনিরুল ও রাহাতকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। জব্দকৃত ইয়াবার মূল্য অনুমান ৩০ হাজার টাকা।

ডিবির এসআই রহষিত বিষয়টি নিশ্চিত করে বলেন এ সংক্রান্তে শার্শা থানায় এজাহার দায়ের হয়েছে।

অপরদিকে, ঝিকরগাছা থানার একটি চৌকশ টিম থানা এলাকায় অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা থানার নারাঙ্গালী পূর্বপাড়াস্থ  রহমত আলীর চায়ের দোকানের সামনে নারাঙ্গালী মোড় হতে পানিসারা ফুল মোড় অভিমুখি পাঁকা রাস্তার উপর আসামী মিলনকে ৪ কেজি গাঁজা সহ আটক করা হয়।

এ সংক্রান্তে ঝিকরগাছা থানায় মামলা রুজু হয়েছে বলে জানান ওসি কামাল হোসেন ভূইয়া।

ডিসেম্বর ৩০: ২০২৩ at :১৮:৩৮(GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়