প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৩ , ৫:৫৫ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৩ , ৫:৫৫ অপরাহ্ণ
যশোরের ঝিকরগাছার শিওরদাহে হলি চাইল্ড স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।ঝিকরগাছার এসকে ক্লিনিকের পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান হাবিব’র আয়োজনে শনিবার সকাল ১১টায় স্কুল প্রাঙ্গণের অনুষ্ঠানে হলি চাইল্ড স্কুলের সভাপতি এসএম মাহাবুব আলম মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পানিসারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মীর ফারুক আহম্মদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছার স্বেচ্ছাসেবী সংগঠন সেবার প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, জান্নাত ফাউন্ডেশনের পরিচালক সালমা খাতুন মনি, পোপ সংগঠনের নির্বাহী পরিচালক হাসান হাফিজুর রহমান, বর্ণীল সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মেহেদী দিপু, সাংবাদিক এমআর মাসুদ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মোড়ল, সাংবাদিক সোহেল রানা, বাইসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফা, শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান, সুরতজান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমজাদ হোসেন, কুলিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান লাল্টু, সাদামনের মানুষ খ্যাত সায়েদ আলী, হলি চাইল্ড স্কুলের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান মিলন, সহকারী প্রধান শিক্ষক শফিকুল রহমানসহ আরও অনেকে।
ডিসেম্বর ৩০: ২০২৩ at :১৭:৪৬(GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।