যশোরে আইডিয়ার পিঠা পার্বণে গাছি সম্মননা

আগের সংবাদ

যশোরে বঙ্গবন্ধু মুর‌্যালে শ্রদ্ধা নিবেদন করলেন সিটি কলেজের নব-নিযুক্ত অধ্যক্ষ

পরের সংবাদ

পিতার ট্রাক্টরের ধাক্কায় দুই বছরের শিশু পূত্রের মৃত্যু

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩ , ১১:০০ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ১৯, ২০২৩ , ১১:০০ অপরাহ্ণ

যশোর সদর উপজেলার শাহাবাটি গ্রামে পিতার ট্রাক্টরের ধাক্কায় ইয়াছিন নামের এক শিশু পূত্রের মৃত্যু হয়েছে। রবিবার সকালে এ ঘটনাটি ঘটেছে। ইয়াছিন শাহাবাটি গ্রামের সুমন হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে শিশুর দাদা আব্দুস সামাদ জানান, রবিবার সকালে শিশুটির বাবা চাষের জন্য ট্রাক্টর বাড়ির আঙিনা থেকে বের করছিলো। এমন সময় শিশুটি বাবার অজান্তেই ট্রাক্টরে উঠতে চেষ্টা করে। এসময় ট্রাক্টরের পেছনের চাকায় শিশুর মাথায় আঘাত লাগে। শিশুর চিৎকারে বাবা ট্রাক্টর থেকে নেমে তাকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া পথে শিশুর মৃত্যু হয়।

নিহত শিশু ইয়াছিন তার বাবার একমাত্র সন্তান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নভেম্বর ১৯, ২০২৩ at :২২:৫৩(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়