যশোরের ঝিকরগাছার পল্লীতে চলাচালের রাস্তা বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসি।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। গ্রামবাসী ও দখলকারী দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
ঘটনাস্থলে উপস্থিত হন ঝিকরগাছা প্রেস ক্লাবের গণমাধ্যম কর্মীরা। বিষয়টি অবহিত হন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার ও সহকারি কমিশনার (ভূমি)নাভিদ সারওয়ার।সম্ভাব্য সংঘাত- সহিংসতা এড়াতে উপজেলা প্রশাসনের এই দুই প্রভাবশালী কর্মকর্তা তাৎক্ষণিক নাভারন ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শন ও দখল মুক্ত রাখার নির্দেশনা দেন। এর প্রেক্ষিতে উভয়পক্ষ শান্তিপূর্ণ আলোচনা ও সমঝোতায় সম্মত হলে সংঘাত এড়ানো সম্ভব হয়। সরকারি রাস্তার এই জবর দখলের ঘটনাটি ঘটেছে, সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাভারন ইউনিয়নের উত্তর দেউলি গ্রামে।
এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে জানাগেছে, ব্রিটিশ আমল থেকে উক্ত রাস্তা দিয়ে গ্রামবাসি চলাচল করে আসছে। হঠাৎ করে গত রবিবার (২৮সেপ্টেম্বর) সকালে একই গ্রামের মৃত-বারিক সরদারের ছেলে মোবারক সরদার (রাস্তাটি) নিজের জমির উপর দাবি করে বাঁশদিয়ে দখল করে নেয়। এরই প্রতিবাদে এদিন সকালে ওই ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ আমির হোসেনের নেতৃত্বে ঘটনাস্থলে মানববন্ধন করা হয়। এসময় দূ’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করতে দেখা গেছে। জানতে চাইলে সাবেক ইউপি সদস্য আমির হোসেনসহ মানববন্ধনে অংশ গ্রহণকারি ফারুক হোসেন, জালাল উদ্দিন, আজগর আলী, মোশলেম গাজী, মাওলা ব্যাপারী, কামাল হোসেন, শফিউদ্দিন, জাহাঙ্গীর আলম, গৃহবধু হাজিরা খাতুন, নুরজাহানসহ অন্যরা দাবি করেন, তাদের পূর্বপুরুষ সহ বাবা-দাদারাও শতবছর ধরে এই রাস্তা দিয়ে চলাচল করেছেন।
কেউ কখনো রাস্তা দাবি করেননি। অথচ দীর্ঘদিন পর মোবারক সরদার ও তার ছেলে মহিদুল ইসলাম রাস্তাটি নিজেদের দাবি করে দখলের চেষ্টা করছেন।
জানতে চাইলে মোবারক সরদার ও তার ছেলে মহিদুল ইসলাম বলেন, তারা তাদের নিজস্ব জমি বাশ দিয়ে ঘিরেছেন। ম্যাপের রাস্তার উপর প্রতিবেশি মৃত কাশেম আলীর ছেলে আব্দুর রহিম গোয়ালঘর ও প্রাাচীর দিয়ে দখলে রেখেছেন বলেও জানান তারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।