প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫ , ৫:০২ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৫ , ৫:০২ অপরাহ্ণ
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চর বাশুড়ীয়া স্কুল মাঠে শুক্রবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয়েছে চার দলীয় ফুটবল টুর্নামেন্ট। খেলায় অংশ নেয় আড়ুয়াঢেকি, টুঙ্গিপাড়া, সোনাপুরা ও মাটিভাঙ্গা একাদশ। ফাইনালে সোনাপুরা একাদশ ৩-১ গোলে টুঙ্গিপাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রত্যাশী।এসময় উপস্থিত ছিলেন বিএনপির মোল্লাহাট উপজেলা শাখার সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ, সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, সাবেক সদস্য সচিব জাহিদ মিয়া, বিএনপি নেতা রিয়াজুল ইসলাম মিয়া, যুবদল নেতা শেখ শিমুল, বিএম মোস্তাক, স্বেচ্ছাসেবক দল নেতা বিএম হাচিব, উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব শেখ ফুরকান, ছাত্রদল নেতা মোল্লা মামুনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ ও হাজারো ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।
খেলার উদ্বোধনী বক্তব্যে এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু বলেন,
“এই চর বাশুড়ীয়া স্কুল মাঠের জমি আমার পরিবার দান করেছে। মাঠের আয়তন বৃদ্ধি করার জন্য আমি উদ্যোগ নেবো। আমার পিতা বি. জামান আটজুড়ী ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তার সন্তান হিসেবে আমি আপনাদের কাছে পরিচিত হতে চাই। দীর্ঘদিন অবহেলিত এই অঞ্চলের ভাগ্য পরিবর্তনে আমি কাজ করতে চাই। বিএনপি থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।”
তিনি আরও বলেন, “মধুমতি নদীভাঙনে এই অঞ্চলের জমি ভেঙে ঐ পারে গিয়ে জেগেছে। আওয়ামী লীগের আমলে টুঙ্গিপাড়ার লোকজন জোর করে এ জমি দখল করেছে। আমি এ জমি উদ্ধারের চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও করবো।”
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।